মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ডায়নামিকভাবে অর্ধ-বার্ষিক / বার্ষিক পরীক্ষার ফলাফল সামারি তৈরি (Generation of summary of Half-yearly and Annual Exam)
আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ ও বন্ধুগণ! বাংলাদেশে এটিই প্রথম!
শুরুতেই এই পেইজের নিচ থেকে নমুনা এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিন। ডায়নামিকভাবে শুধুমাত্র একটি এক্সেল শিট ব্যবহার করে ১ ক্লিকে তৈরি করুন ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক / বার্ষিক পরীক্ষার মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট। অত্যন্ত সহজ করেই অ্যাপটির লেআউট ডিজাইন করা হয়েছে যাতে করে একেবারে বেসিক আইটি জ্ঞান সম্পন্ন সকলেই এর সুফল ভোগ করতে পারে। কোন জিজ্ঞাসা থাকলে কনটাক্ট পেইজ থেকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।
এক্সেল ছক তৈরির পদ্ধতি
- ডাউনলোডকৃত এক্সেল ফাইল ওপেন করুন।
- ফাইলের উপরের প্রদত্ত শিরোনাম অনুযায়ী তথ্য পূরণ করুন।
যে সকল সেল বা ঘরের প্রয়োজন নেই সেগুলো ফাঁকা রেখে দিন। ডাউনলোডকৃত ফাইলটি ভালো করে দেখুন। সহজেই বুঝে যাবেন।
কোনভাবেই এক্সেল ফাইলে কোন কলাম সংযোগ বা বিয়োজন করা যাবে না। একইসাথে, কোন কলাম আগে-পরেও করা যাবে না। সেক্ষেত্রে ভুল মূল্যায়নপত্র তৈরি হবে। তবে শুধুমাত্র, শিরোনামগুলো প্রয়োজন মতো সংশোধন করতে পারেন।
- NCTB মোতাবেক- শ্রেণি উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে ১০০। এই ১০০ নম্বরের মধ্যে ধারাবাহিক/ শিখনকালীন মূল্যায়নের Weightage হবে ৩০% এবং লিখিত বার্ষিক পরীক্ষার Weightage হবে ৭০%।
যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক/ শিখনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর ৩০ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর ১০০, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ঐ বিষয়ের ধারাবাহিক/ শিখনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৭০% যোগ করে ঐ বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। - NCTB মোতাবেক- উদাহরণ: ধরা যাক, বাংলা বিষয়ে শিখনকালীন মূল্যায়নে মোট ৩০ নম্বরের মধ্যে শিক্ষার্থী 'ক' এর প্রাপ্ত নম্বর ২৫ এবং লিখিত পরীক্ষার মোট ১০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৮০। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল/গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত ২৫ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ৮০ নম্বরের ৭০% অর্থাৎ (৮০*৭০%) = ৫৬ যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে (২৫+৫৬) = ৮১। বাংলা বিষয়ে শিক্ষার্থী 'ক' এর জিপি (GP- Grade Point) হবে ৫.০০ এবং লেটার গ্রেড হবে A'।
- এডিট শেষে ফাইলটি SAVE করুন।
- সেইভকৃত ফাইলটি আপলোড করুন। নমুনা এক্সেল ফাইলটি ডাউনলোড করুন।
By Sumon