SOHOJ-APPBy Sumon

বিভিন্ন পরীক্ষার রুটিন ডায়নামিকভাবে তৈরি

শিক্ষা প্রতিষ্ঠানের একটি অন্যতম কাজ হলো বিভিন্ন পরীক্ষার রুটিন প্রণয়ন করা। এটি একটি ঝামেলাপূর্ণ কাজ। বিশেষ করে বিভিন্ন শ্রেণির, বিভাগের বিষয়গুলোকে বিবেচনায় রেখে কাজটি করতে হয়। কিন্তু মাত্র কয়েক মিনিটে অত্যন্ত সুচারুভাবে সহজঅ্যাপ ব্যবহার করে আপনারা বিভিন্ন পরীক্ষা, যেমন- টিউটোরিয়াল, বার্ষিক, অর্ধ-বার্ষিক, টেস্ট, প্রিটেস্ট ইত্যাদি পরীক্ষার রুটিন তৈরি করতে পারবেন অত্যন্ত সহজে। প্রয়োজনে ডাউনলোড করে ড্রাফট ফাইল সংরক্ষণ করতে পারবেন যাতে পরবর্তীতে ব্যবহার করা যায়। এখানে একটি সার্বজনীন ফরম্যাট ব্যবহার করা হয়েছে যাতে করে বেশির ভাগ প্রতিষ্ঠানই এটিকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তারপরও কোন সীমাবদ্ধতা থাকলে আমাকে জানান। সম্ভব হলে সে মোতাবেক অ্যাপটিকে আপডেট করা হবে।

pretest-routine-sohojapp

নিচের প্রয়োজনীয় বাটনে ক্লিক করে বিভিন্ন পরীক্ষার রুটিন স্বয়ংক্রিয়ভাবে তৈরি করুন।


উপরের টুলসগুলোর ব্যবহারিক সুবিধা পেতে নিচের বিষয়সমূহ জানা প্রয়োজন। তাতে কাজ অত্যন্ত সহজ হবে-

  • - বেসিক ইন্টারনেট ব্রাউজিং।
  • - প্রিন্ট করা।
  • - ফাইল সেইভ এবং ডাউনলোড করা।
  • - বাংলাতে না হলেও অবশ্যই ইংরেজিতে টাইপিং জানা।
  • # অন্যান্য সহকর্মীদের এই অ্যাপ সম্পর্কে অবহিত করা।