SOHOJ-APPBy Sumon

ডায়নামিকভাবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক / বার্ষিক পরীক্ষার মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট তৈরি (Generation of Half-yearly and Annual result card)

আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ ও বন্ধুগণ! বাংলাদেশে এটিই প্রথম!

ডায়নামিকভাবে শুধুমাত্র একটি এক্সেল শিট ব্যবহার করে ১ ক্লিকে তৈরি করুন ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক / বার্ষিক পরীক্ষার মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট। অত্যন্ত সহজ করেই অ্যাপটির লেআউট ডিজাইন করা হয়েছে যাতে করে একেবারে বেসিক আইটি জ্ঞান সম্পন্ন সকলেই এর সুফল ভোগ করতে পারে। কোন জিজ্ঞাসা থাকলে কনটাক্ট পেইজ থেকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। নমুনা এক্সেল ফাইলটি ডাউনলোড করুন। ধন্যবাদ।

৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির অর্ধ-বার্ষিক/বার্ষিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট তৈরির সিস্টেম।
লোগোর সাইজ 100KB এর বেশি হতে পারবে না। তাহলে প্রিন্টিং পেইজ সেটআপ নষ্ট হয়ে যাবে।
নিচ থেকে ডেমো এক্সেল ফাইল ডাউনলোড করুন। ডেমো রেজাল্ট কার্ড তৈরি করতে পাসওয়ার্ড হিসেবে 030030 ব্যবহার করুন।
01553 030030। প্রয়োজনে ফেসবুক পেইজে পরামর্শ দিন।

এক্সেল ছক তৈরির পদ্ধতি

  • ডাউনলোডকৃত এক্সেল ফাইল ওপেন করুন।
  • ফাইলের উপরের প্রদত্ত শিরোনাম অনুযায়ী তথ্য পূরণ করুন।
  • যে সকল সেল বা ঘরের প্রয়োজন নেই সেগুলো ফাঁকা রেখে দিন। ডাউনলোডকৃত ফাইলটি ভালো করে দেখুন। সহজেই বুঝে যাবেন।

  • কোনভাবেই এক্সেল ফাইলে কোন কলাম সংযোজন বা বিয়োজন করা যাবে না। একইসাথে, কোন কলাম আগে-পরেও করা যাবে না। সেক্ষেত্রে ভুল মূল্যায়নপত্র তৈরি হবে।

  • এডিট শেষে ফাইলটি SAVE করুন।
  • সেইভকৃত ফাইলটি আপলোড করুন। নমুনা এক্সেল ফাইলটি ডাউনলোড করুন।