SOHOJ-APPBy Sumon

WEBP কনভার্টার

গুগলের আবিষ্কৃত Webp হলো ছবি বা ইমেজের সর্বাধুনিক ফরমেট। সম্পূর্ণ নতুন টেকনোলজিতে কনভার্টকৃত এই ফরমেটের ছবির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ছবির কোয়ালিটি ঠিক রেখে ফাইলের সাইজ বা আকার অনেক ছোট করতে পারে। ফলে স্টোরেজ অনেকগুণ বেশি সেভ হয়। পক্ষান্তরে, ওয়েবসাইটে .Webp ফরমেটের ছবি ব্যবহৃত হলে সাইটের লোডিং স্পিড বেড়ে যায়। নিচের কনভার্ট সেকশন থেকে আপনার ছবিগুলোও কনভার্ট করুন এখনই।
sohojapp.com-Webp-Convert

    দৃষ্টি আকর্ষণ

  • - শুধু ছবি আপলোড করলেই অটোমেটিক তা WEBP ফরমেটে কনভার্ট হয়ে যাবে।
  • - অটোমেটিক কনভার্টকৃত ইমেজের উপর CLICK করলে সেটি ডাউনলোড হয়ে যাবে।
  • - উইন্ডো রিলোড না করে অন্য আরেকটি ইমেজ কনভার্ট করলে সেটি ধারাবাহিকভাবে নিচে নিচে প্রদর্শিত হবে।